গায়ক জুবিন নটিয়ালকে গ্রেপ্তারের দাবি
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালকে গ্রেপ্তারের দাবি উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং 'অ্যারেস্ট জুবিন নটিয়াল'। আমেরিকায় কনসার্টের পরই 'রাত লম্বিয়া' গায়কের বিরুদ্ধে গ্রেফতারির দাবি তুললেন নেটিজেনদের একাংশ। এর পেছনের কারণ জুবিন নটিয়ালের আগামী ২৩ সেপ্টেম্বর টেক্সাসের হাউসটনের কনসার্ট আর এই কনসার্টের আয়োজক।
জানা গেছে যে, আগামী ২৩ সেপ্টেম্বর টেক্সাসের হাউস-টনে জুবিন নটিয়ালের কনসার্ট হতে যাচ্ছে। সেটির আয়োজক জয় সিংহ নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে নির্বাসিত খলিস্তানির যোগাযোগ রয়েছে বলে দাবি তোলা হচ্ছে। জয় সিং গত ৩০ বছর ধরে আত্মগোপনে ছিলেন এবং মাদক চোরাচালান এবং ভিডিও পাইরেসির অভিযোগে চণ্ডিগড় পুলিশ তাকে 'ওয়ান্টেড ক্রিমিনাল' হিসেবে তালিকাভুক্ত করেছে। শুধু তাই নয়, জয় সিংহকে একজন পলাতক দুষ্কৃতিকারী বলেও দাবি করা হচ্ছে।
সম্প্রতি জুবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কনসার্টের কথা জানান। আর তারপর থেকেই তাকে নিয়ে ট্রলিং শুরু করেছে নেটি-জেনরা। জুবিন ও জয় সিংহের যোগসূত্র খুঁজতে গিয়ে ভাইরাল হয়ে গেছে আরেক জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহের ছবি। জয় সিংহের সঙ্গে অরিজিৎ সিংহের সেই ছবি নিয়েও প্রচুর ব্যঙ্গ শুরু করেছেন নেটি-জেনরা।
আরও পড়ুন: পুষ্পা ২’-তে আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রশ্ন জুবিন নটিয়াল কীভাবে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধীর সাথে কাজ করতে পারে। একজন বিখ্যাত গায়ক হয়েও জুবিনের পক্ষে এটা করা খুবই অন্যায়। অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জয় সিং মূলত পাঞ্জাবের বাসিন্দা। তবে তিনি এখন আমেরিকায় থাকেন। তার বিরুদ্ধে ভিডিও পাইরেসি থেকে শুরু করে মাদক চোরাচালানের অভিযোগও আছে।
উল্লেখ্য, জুবিন নটিয়ালের নাম শেরশাহ চলচ্চিত্রের সুপারহিট গান 'রাত লম্বিয়া'তে তার সুরেলা কণ্ঠ দেওয়ার জন্য সুপরিচিত। এছাড়া 'দিল গালাত কার বৈথা', 'হুমনাওয়া মেরে', 'মেরি আশিকি'র মতো অনেক জনপ্রিয় গান গেয়েছেন জুবিন।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া