২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

হানিয়া আমিরের সঙ্গে নবাব পরিবারের মেয়ে কে এই নামিরা?

হানিয়া আমিরের সঙ্গে ঢাকার নবাব পরিবারের মেয়ে নামিরা নাঈম  © সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম শুধু চলচ্চিত্র জগতেই নয়, নবাব পরিবারের উত্তরাধিকার হিসেবেও পরিচিত। তিনি নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও পারিবারিক জীবনে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। তাঁর স্ত্রী চিত্রনায়িকা শাবনাজ, যিনি নাঈমের সঙ্গে জুটি বেঁধে নব্বই দশকের অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন।

নাঈম-শাবনাজ দম্পতির দুই মেয়ে—নামিরা নাঈম ও মাহাদিয়া নাঈম। বড় মেয়ে নামিরা দেশে পড়াশোনা শেষ করে একটি পোশাক ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন। ছোট মেয়ে মাহাদিয়া বর্তমানে দেশের বাইরে পড়াশোনা করছেন।

আজ বিনোদনপড়ায় দিনভর আলোচনায় এসেছেন নামিরা। কারণ, পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমিরের সঙ্গে তাঁর দেখা হয় ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে। সেখানে একসঙ্গে টানা সাড়ে তিন ঘণ্টা কাটান তাঁরা।

নামিরা জানান, জনপ্রিয় ইউটিউবার রাফসানের একটি ভিডিও ভ্লগের শুটিং ছিল আহসান মঞ্জিলে। রাফসান জেনে যান যে তাঁদের সঙ্গে নবাব পরিবারের সম্পর্ক রয়েছে। এরপর অনুমতি নিয়ে ভোরবেলা শুটিংয়ের আয়োজন করা হয়। সকাল সাড়ে পাঁচটার দিকে হানিয়া আমির শুটিংয়ে যোগ দেন। সাড়ে ৯টা পর্যন্ত চলে টানা কাজ।

শুটিংয়ের ফাঁকে গল্প-আড্ডায় মেতে ওঠেন নামিরা ও হানিয়া। নামিরা বলেন, ‘হানিয়ার সঙ্গে অনেক কথা হয়েছে। নবাব পরিবারের ইতিহাস, পাকিস্তানে থাকা আত্মীয়স্বজনদের নিয়ে আলোচনা করেছি। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং গায়ক-অভিনেতা আলী জাফরের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কের কথাও শোনালাম। ইনস্টাগ্রামে তাঁকে যেমন মনে হয়েছিল, সামনাসামনি আরও প্রাণবন্ত ও আন্তরিক মানুষ হিসেবে পেলাম তাঁকে।’

হানিয়া আমির পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর অভিনীত ‘মেরি শেহজাদি’, ‘সঙ্গে মাহ’ নাটক এবং বিভিন্ন চলচ্চিত্র ব্যাপক সাড়া পেয়েছে। বাংলাদেশের ভক্তদের কাছেও তিনি সমানভাবে জনপ্রিয়। তাই তাঁর সঙ্গে নবাব পরিবারের উত্তরাধিকারী নামিরার দেখা হওয়া এবং দীর্ঘ আড্ডা পাঠকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।