০৯ জুলাই ২০২৫, ১৬:১৬

ব্যাচেলর পয়েন্টে নেই কেন? যুক্তরাষ্ট্র থেকে জানালেন ইভা

পারসা ইভানা  © টিডিসি সম্পাদিত

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সম্প্রচার শুরু হয়েছে। তবে দর্শকদের চোখে একটা প্রশ্ন নাটকের জনপ্রিয় চরিত্র ইভা কোথায়? নাচের শিক্ষক হিসেবে হাজির হওয়া এ চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া ফেলেছিলেন অভিনেত্রী পারসা ইভানা। তার সঙ্গে কাবিলার প্রেম করার চেষ্টা, হাস্যরসাত্মক মুহূর্ত সবকিছুই দর্শকদের মনে ছিল দারুণ উপভোগ্য।

কিন্তু নতুন সিজনে আর দেখা যাচ্ছে না তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানালেন ইভানা। 

তিনি বলেন, হ্যাঁ। আমি নেই এবারের ব্যাচেলর পয়েন্টে। ইভা চরিত্রটি আমার আত্মার কাছের। আমি আমার মধ্যে ইভাকে দেখতে পাই। এবারের ব্যাচেলর পয়েন্টে আমি নেই, এতে অবশ্যই আমার খারাপ লাগা রয়েছে।

ইভা বলেন, আমার মনে আছে যেদিন সংবাদ সম্মেলন হয়, সেদিন আমি একাই কেঁদেছি। খুব খারাপ লাগছিল, সবাই ছিল শুধু আমি ছিলাম না। তবে আমি তাদের জন্য খুশি। কোনোকিছুই কারো জন্য থেমে থাকে না। আমি চাই প্রতিটি টিম মেমম্বার এগিয়ে যাক। মাঝে মাঝে অন্যদের ভালো দেখতেও অন্য রকম অনুভূতি হয়। সবার হয় কি না জানি না, আমার ভালো লাগে।

দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, কোর্স শেষের দিকে। আর দেশে অবশ্যই ফিরবো। ফিরবো না কেন? আগামী মাসেই আমি দেশে ফিরবো, আগস্টে।