বাবা হারালেন অভিনেত্রী পিয়া জান্নাতুল
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা মাহমুদ হাসান চৌধুরী আর নেই। আজ সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন পিয়া নিজেই। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানানো হয়। বাবার মৃত্যু সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে জন্মস্থান খুলনার উদ্দেশে রওনা হয়েছেন পিয়া।
জানা গেছে, মাহমুদ হাসান চৌধুরীর সম্প্রতি গলব্লাডারে সমস্যা দেখা দিলে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর আজ সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। এরপর র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু হয় ২০০৮ সালে। তিনি দেশি-বিদেশি অনেক নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।
অভিনয়ের পাশাপাশি পিয়া আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন। বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকে।