মার্কিন দূতাবাসের বিনামূল্যে কোর্স নিবন্ধনের আর মাত্র একদিন বাকি

ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে মার্কিন দূতাবাসের বিনামূল্যে কোর্স
ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতে মার্কিন দূতাবাসের বিনামূল্যে কোর্স  © ফাইল ছবি

বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার জন্য নানা কর্মসূচি পালন করে ঢাকার মার্কিন দূতাবাস। এরই ধারাবাহিকতায় ‘ইংলিশ ফর মিডিয়া লিটারেসি’ শীর্ষক ব্যাপকভিত্তিক অনলাইন কোর্স চলছে। সেই কোর্সে অংশগ্রহণ করতে চাইলে করতে হবে নিবন্ধন। আগামীকাল শুক্রবার ২৩ এপ্রিল পর্যন্ত করা যাবে নিবন্ধন। নিবন্ধন শেষে কোর্সে অংশগ্রহণ করা যাবে। কোর্সে অংশ নিতে দিন বা রাত যেকোনো সময় লগইন করতে পারবেন অংশগ্রহণকারীরা।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিনা মূল্যে ‘ইংলিশ ফর মিডিয়া লিটারেসি’ শীর্ষক অনলাইন কোর্স (MOOC) নিবন্ধনের শেষ দিন। বিভিন্ন মাধ্যমে আমরা যা কিছু পড়ি, দেখি ও শুনি সেগুলো বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় শব্দভান্ডার তৈরি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে কোর্সটি। কোর্সের সবগুলো পাঠ অবশ্যই ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এই কোর্স শেষ করতে সাধারণত ১০-১৫ ঘণ্টা সময় লাগে।

কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন