ঢাকা শিক্ষা বোর্ড

নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ

  © লোগো

নিবন্ধনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুলের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। তালিকায় নিবন্ধনপ্রাপ্ত ও সাময়িক নিবন্ধনপ্রাপ্ত ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। 

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু: জিয়াউল হক। তিনি জানান, এসব প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ডের নিবন্ধনপ্রাপ্ত। এর বাহিরে আর কোন নিবন্ধিত প্রতিষ্ঠান নেই।

এর আগে গত ২৯ জুলাই বিদেশি পাঠ্যক্রমে পরিচালিত দেশের ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর পূর্ণাঙ্গ ব্যয় বিবরণী অভিভাবকদের লিখিতভাবে অবহিত করতে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি এ ধরনের নিবন্ধিত এবং নিবন্ধনহীন কতটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার একটি তালিকাও শিক্ষামন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ ধরণের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিবন্ধনপ্রাপ্ত স্কুলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ