ইংরেজির সঙ্গে ইসলামি মূল্যবোধ—দুই ধারার মেলবন্ধনে শিক্ষার্থীদের গড়ছে নাফেঈন ইন্টারন্যাশনাল একাডেমি
ইংরেজি মাধ্যমের সঙ্গে ইসলাম শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে রাজধানীর নাফেঈন ইন্টারন্যাশনাল একাডেমি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এডেস্কেল কারিকুলাম, কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামি শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মুসলিম শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন একাডেমির প্রিন্সিপাল ও এডুভেশন বাংলাদেশের সিইও প্রফেসর ডক্টর মো. মাহমুদুল হাসান।
ইসলামিক মূল্যবোধভিত্তিক ইংলিশ মিডিয়াম এ শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থী ‘ও’ এবং ‘এ’ লেভেল পাশের সাথে বাধ্যতামূলক আরবি ও বহুভাষিক যোগাযোগ দক্ষতা অর্জনে সক্ষম বলে জানান নাফেঈন ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল। পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপ নিয়ে ভর্তি হওয়ার সুযোগও লুফে নিতে পারবে বলে মনে করেন ডক্টর মো: মাহমুদুল হাসান।
তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবক চাইলে হিফজুল কুরআন (মুখস্ত) করতে পারবে। হিফজের পাশাপাশি শিক্ষার্থীকে জেনারেল শিক্ষাসহ বহু ভাষায় দক্ষ করে তোলা হয়। একজন শিক্ষার্থী হিফজ করবে কিনা তা সক্ষমতার ওপর ভিত্তি করে পরামর্শ ও কাউন্সিলিং করা হয়। হিফজ ও জেনারেল শাখার শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। দেশের সুস্থ সংস্কৃতির চর্চাসহ ইংরেজি ও আরবি ভাষায় সাবলিল হয়ে উঠবে তারা।
সুসজ্জিত বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবে প্রযুক্তি ভিত্তিক স্টেম শিক্ষাসহ শিক্ষার্থীদের দুনিয়া ও আখিারাতের কল্যাণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় জানিয়ে ডক্টর মো: মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদেরকে বুদ্ধিমত্তা (আইকিউ), ইআই (আবেগগত বুদ্ধিমত্তা), আধ্যত্মিক বুদ্ধিমত্তাসহ নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে তুলা হয়। হোমওয়ার্কমুক্ত স্কুল শিক্ষা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ তত্বাবধানসহ শারীরিক-মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়ে থাকে।
ইসলামী মূল্যবোধের ভিত্তিতে অ্যাকাডেমিক উৎকর্ষ নিশ্চিতসহ শিক্ষার্থীরা যেন আল্লাহর পথে আলোকিত হয়ে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে বলে প্রত্যাশা করেন মিরপুরের আবাসিক এলাকায় অবস্থিত নাফেঈন ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ ডক্টর মো: মাহমুদুল হাসান।
জানা গেছে, স্কুল অটোমেশন এবং নিরাপদ সুরক্ষা নিশ্চিতে স্কুলের সকল কার্যক্রম স্বচ্ছ, দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করতে একটি আধুনিক স্কুল অটোমেশন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে, যা দিয়ে ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা, অনলাইন যোগাযোগ, উপস্থিতি ট্র্যাকিং এবং একাডেমিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়। এ ছাড়া, সার্বিক অটোমেশন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা, আত্মমর্যাদা এবং সুস্থতা নিশ্চিত করতে একটি কঠোর সুরক্ষা নীতিও অবলম্বন করা হয়ে থাকে, যা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আস্থা বৃদ্ধি করে।
এছাড়াও রয়েছে আধুনিক হোস্টেল ও সেমি বোর্ডি ব্যবস্থা। অত্যাধুনিক সুবিধাসহ ইংরেজি মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষা সেবা নিশ্চিত করতে নাফেঈন ইন্টারন্যাশনাল একাডেমির টিউশন ফি, ভর্তি ফি এবং অন্যান্য ব্যয় তুলনামূলকভাবে অনেক কম রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।
তথ্যমতে, প্রতি বছর মে থেকে জুন মাসে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং জুলাই মাসে এ ইংরেজি মাধ্যমের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। শ্রেণিভিত্তিক আসন খালি থাকা সাপেক্ষে সারা বছর ভর্তির সুযোগ বিদ্যমান থাকে। প্রার্থীদের ইংরেজি, গণিত, বাংলা এবং সাধারণ জ্ঞানে ভর্তি পরীক্ষা দিতে হয়। চূড়ান্ত নির্বাচন যোগ্যতা এবং আসনের প্রাপ্যতার ওপর ভিত্তি করে নিশ্চিত করা হয়।