ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল-উদ্ভাবনী দক্ষতা বাড়াতে গ্লেনরিচে স্টিম কার্নিভাল
শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল হিসেবে বিকশিত করতে স্টিম কার্নিভালের আয়োজন করেছে দেশের অন্যতম ইংরেজি মাধ্যমের শিক্ষালয় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার জুনিয়র ক্যাম্পাসে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতে (স্টিম) উৎসাহী করে তুলতে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন এর মাধ্যমে নিয়মিত পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের এসব বিষয়ে নতুন এবং উদ্ভাবনী দক্ষতা বাড়বে। ফলে তারা সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে পারবে, এমন একটি প্রজন্ম তৈরির বিষয়ে আমরা আশাবাদী। সেজন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত উৎসাহিত করতে আমাদেরে এ আয়োজন—ড. শিবানন্দ সিএস, অধ্যক্ষ, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা।
এবারের আয়োজনে প্লে-গ্রুপ থেকে শুরু করে গ্রেড-৪ এর শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এবার শিক্ষালয়টির ১ হাজার ২শ’র বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে কার্নিভালে প্রায় ৮ শ’টি প্রজেক্ট প্রদর্শন করছে ক্ষুদে শিক্ষার্থীরা।
নিজেদের সৃজনশীলতা সবার সামনে তুলে ধরার সুযোগ হিসেবে এই কার্নিভালে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা বলছেন, এটি তাদের নতুন চিন্তা করতে সহায়তা করছে।
দিনভর এ আয়োজনে শিক্ষার্থীরা কৃত্রিম-বুদ্ধিমত্তা (এআই) চালিত রোবট থেকে শুরু করে সোলার সিস্টেম মডেল সহ নানা প্রকল্প সবার সামনে উপস্থাপন করে।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল জুনিয়র ক্যাম্পাসে গ্রেড-৩ তে পড়াশোনা করছেন আরিশা মেহভিশ মানহা। কার্নিভালে ক্ষুদে এই শিক্ষার্থীকে নিয়ে এসেছেন তার মা নওশিন নাফিজা। গল্প-আলাপে এই অভিভাবক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন আরও বেশি বাড়ানো উচিত। এ ধরনের আয়োজন তাদের উদ্ভাবনী এবং সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়ক হবে।
আরও পড়ুন: দেশে ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে
মূলত, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব তৈরিতে কাজ করছে এই স্টিম কার্নিভাল। শৈশবেই এসব বিষয়ে আগ্রহী করে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবন ও সৃজনশীলতা বিকশিত করছে এই আয়োজন।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল জুনিয়র ক্যাম্পাসের ইভেন্ট প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নাজা বিনতে আসিফ। কার্নিভাল নিয়ে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখানে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট রেখেছি। এসব ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ হবে বলে আমরা আশা করছি।
আরও পড়ুন: আইন ও নীতিমালা ছাড়াই চলছে বাংলাদেশের ইংরেজি মাধ্যমের শিক্ষা
এছাড়া এ আয়োজনে পারস্পরিক সহযোগিতা ও একইসাথে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মাঝে দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। নিজেদের ব্যক্তিগত প্রকল্প সবার সামনে উপস্থাপনের মধ্য দিয়ে তাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে; আবার কার্নিভালের মাধ্যমে বাকিদের সাথেও জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ তৈরি হচ্ছে।
কার্নিভাল সম্পর্কে জানতে চাইলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস জানান, তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারাই সারাবিশ্বের জ্ঞান-বিজ্ঞানকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের চিরচেনা বিশ্বও প্রতিদিন বিজ্ঞান ও প্রযুক্তির কারণে ক্রমাগত বদলে যাচ্ছে।
ড. শিবানন্দ সিএস বলেন, আগামীর সময়ের সাথে তালমিলিয়ে চলতে সক্ষম হবে, নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে পারবে, এমন একটি প্রজন্ম তৈরির বিষয়ে আশাবাদী আমরা। আর এই প্রত্যাশা থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত উৎসাহিত করতে স্টিম কার্নিভালের আয়োজন করছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা।