অনলাইনে ভোটাভুটি, শীর্ষ ২০ ইংরেজি মাধ্যমের স্কুল পছন্দ অভিভাবকদের
বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম আয়োজিত ভোটাভুটিতে দেশের শীর্ষ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শীর্ষে উঠে এসেছে। অনলাইন মাধ্যমে গৃহীত এ ভোটে ঢাকার সেরা ২০ টি শিক্ষালয়কে ভোট দিয়েছেন অভিভাবকরা।
ভোটের ফলাফলে অভিভাবকদের পছন্দের শীর্ষে রয়েছে সানিডেইল স্কুল। সর্বোচ্চ ২২৮ ভোট পেয়ে এ অবস্থান করেছে প্রতিষ্ঠানটি। এরপর ১৪২ ভোট পেয়ে সানবিমস স্কুল দ্বিতীয় এবং ৮৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্যার জন উইলসন স্কুল।
৮৩ ভোট পেয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল চতুর্থ এবং ৮২ ভোট পেয়ে পঞ্চম হয়েছে স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল।
এরপর ৭১ ভোটে স্কলাস্টিকা ষষ্ঠ, ৬৭ ভোটে আঁগা খান একাডেমি সপ্তম, ৬৪ ভোটে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম অষ্টম, ৬৩ ভোটে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ নবম এবং ৬১ ভোট পেয়ে দশম হয়েছে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুল।
এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোট ১ হাজার ৭৬০ জন ভোটার। দেশের বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অভিভাবকরা এ ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। অনলাইনে সম্পন্ন হওয়া এ নির্বাচনে অভিভাবকদের পছন্দের বিষয়টি প্রাধান্য পেয়েছে।