সেন্ট যোসেফে ভর্তির ফল প্রকাশ
২০২২২-২৩ শিক্ষাবর্ষে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলটিতে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের আগামী ২২-২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।
প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে
* এসএসসি অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড (মূল)
* এসএসসি একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনলাইন কপি
* দুটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি
আরও পড়ুন: সেন্ট জোসেফে ৬৫তম বিজ্ঞান মেলার সমাপনী
এর আগে, গত ৭ ডিসেম্বর থেকে কলেজটির একাদশ শ্রেণিতে ভর্তি জন্য অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয়েছে গত ১১ ডিসেম্বর। ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে