২১ আগস্ট ২০২২, ২১:১৪

কুয়েটে উপাচার্যের দা‌য়িত্বে অধ্যাপক ড. সাইফুল ইসলাম

ড. মো: সাইফুল ইসলাম  © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠতম ডিন অধ্যাপক ড. মো: সাইফুল ইসলামকে (গ্রেড-১) বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদকাল শেষ করেছেন প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উপাচার্য হিসেবে তার মেয়াদ ১২ আগস্ট থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে বৃস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে তিনি শেষ কার্যদিবস সমাপ্ত করেন।  

২০১৮ সালের ১৩ আগস্ট তাকে ৪ বছরের জন্য কুয়েটের ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।