পাবিপ্রবিতে শোকাবহ আগস্টে মোমবাতি প্রজ্জ্বলন

 মোমবাতি প্রজ্বলন
মোমবাতি প্রজ্বলন   © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের আয়োজনে সোমবার (১ আগস্ট)  দিনের প্রথম  রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এসময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান শামীম বলেন, শোকাবহ আগস্টের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি। আগস্ট বাঙালি জাতির একটি কলঙ্কময় অধ্যায়।আগস্ট আসলে যেমন চারিদিকে শোকের ছায়া নেমে আসে তেমনি এই আগস্ট মাস আসলেই মোস্তাক ও তাদের অনুসারীরা কেমন যেন জাগ্রত হয়ে ওঠে। কেননা এই আগস্ট মাসে ১৫ আগস্ট ছাড়াও ১৭ আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি দ্বারা সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলা হয়েছে এবং বঙ্গবন্ধু পরিবারের শেষ সম্বল, বাঙালির আশার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টে গ্রেনেড হামলার মত ঘৃণিত ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, এই আগস্ট মাসে আমাদের সজাগ থাকতে হবে যেন স্বাধীনতা বিরোধী অপশক্তি, ঐ মোস্তাকেরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের এগিয়ে যেতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং যেকোন ধরনের অপশক্তি মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনায় আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সর্বদা সদা জাগ্রত ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা সহ শাখা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ