শাবিপ্রবি ছাত্র বুলবুল হত্যাকারীদের পরিচয় জানা গেলো

গ্রেফতারকৃতরা
গ্রেফতারকৃতরা  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সোয়া এগারোটায় এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

আজবাহার আলী শেখ বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন কামরুল ইসলাম, আবুল হোসেন ও হাসান। কামরুলের স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করেছি এবং আমরা কামরুলের বাসা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বুলবুলকে খুন করে ‘তিনজন’, ‘কল লিস্ট’ মুছে ফেলেছেন প্রেমিকা

আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারকৃতরা বিশ্ববিদ্যালয়ের প্বার্শস্থ টিলারগাও এলাকার বাসিন্দা। এছাড়াও পুলিশ তাদেরকে পেশাদার ছিনতাইকারী বলে জানায়।

এদিকে বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম। তিনি বলেন, শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

 


সর্বশেষ সংবাদ