২৪ জুলাই ২০২২, ২২:৪১

নোবিপ্রবিতে ‘তাজউদ্দীনের জীবন ও রাজনীতি’ শীর্ষক সেমিনার

নোবিপ্রবিতে ‘তাজউদ্দীনের জীবন ও রাজনীতি’ শীর্ষক সেমিনার  © টিডিসি ফটো

বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ৯৭তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) "তাজউদ্দীন আহমেদ: জীবন ও রাজনীতি" শীর্ষক সেমিনার ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। 

রবিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয় একাডেমিক ২ এর দ্বিতীয় তলায় ভিডিও কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নোবিপ্রবি বাংলা বিভাগের অধ্যাপক কথা সাহিত্যিক চন্দন আনোয়ার। 

অনুষ্ঠানে নোবিপ্রবি বিএমএস বিভাগের শিক্ষার্থীরা তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক দর্শন, নেতা ও প্রশাসক, মুক্তিযুদ্ধ পরিচালনায় তাজউদ্দিন আহমেদ এবং তাজউদ্দিন আহমেদের ডায়েরি: বিষয়বস্তু ও পর্যালোচনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করে। সেমিনার শেষে জনপ্রিয় চলচিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের "তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি " শীর্ষক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার অবদান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়ার অনুরোধ করে বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম মোস্তাফিজুর রহমান।  তিনি বলেন, " তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর কতটা বিশ্বস্ত ছিলেন, সেটি তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। এছাড়াও অতিথিদের আলোচনায় বাংলাদেশোর মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমেদের গুরুত্বপূর্ণ অবদান উঠে এসেছে। 

অনুষ্ঠানে সভাপতির আলোচনায় সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার বলেন, "একজন অসাম্প্রদায়িক বাঙালি হিসেবে তাজউদ্দীন আহমদ অনুকরণীয় ছিলেন। তিনি যে আদর্শে বিশ্বাসী ছিলেন, সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।"