০৫ জুলাই ২০২২, ০০:২০
শুধু বুয়েট-ঢাবি নয়, আরও তিন প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন ফাইয়াজ
শুধু বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আরও তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স হয়েছে আবরার ফাইয়াজের। সোমবার রাতে ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।
এর আগে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বুয়েটে চান্স পেয়ে বেশি ভালো লাগছে। ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তবে পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। তবে সোমবার রাতের স্ট্যাটাসে বুয়েটের ভর্তি হওয়ার কথা অনেকটা নিশ্চিত করেছেন ফাইয়াজ।
তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-