পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে।
বুধবার (০৮ জুন) সকাল সাড়ে ১০ টায় এ দিবস উপলক্ষে মেরিন ফিশারিজ এন্ড ওসানোগ্রাফি বিভাগের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ‘যৌথ কর্মে সমুদ্র পাবে পুনরুজ্জীবন’।
আরও পড়ুন: মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন
র্যালীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ বি সিদ্দিক, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ পারভেজ, পোস্ট গ্রজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হক এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস সহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালী শেষে ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, সমুদ্র থেকে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ, আহরন ও বিপণনের ব্যবস্থা করার জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছে এবং সেভাবেই আমাদেরকে কাজ করে যেতে হবে।