নোবিপ্রবিতে ১০ বহিরাগত আটক, ছাড়া পেলেন মুচলেকা দিয়ে
সন্ধ্যার পর অহেতুক ঘোরাঘুরির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টরিয়াল বডির হাতে ১০ বহিরাগত আটক হয়েছেন। তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছিল। পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা।
মঙ্গলবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, সন্ধ্যার পর নির্জন এলাকাগুলোতে বহিরাগতদের আনাগোনা দেখা গেছে। দীর্ঘদিন ধরে তারা এসে মাদক সেবনসহ নানান কাজে জড়িত হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে। তাই অভিযান চালিয়ে ১০ বহিরাগতকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তারা আগামীতে আসবে না বলে কথা দিয়েছে। তাই মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় সহকারী প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।