মুসলিম ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে গ্র্যাজুয়েটদের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

আইইউটির ৩৪তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী
আইইউটির ৩৪তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী  © টিডিসি ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন আইইউটি গ্র্যাজুয়েটদের মুসলিম উম্মাহর গৌরবময় অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে মানবজাতির আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

সোমবার (২৩) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৪তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী পাস করা স্নাতকদের অভিনন্দন জানান এবং শুধুমাত্র ইসলামের গৌরবময় দিনগুলোর কথা স্মরণ করেন।

তিনি আরও যোগ করেছেন যে ইসলামের স্বর্ণযুগে বিজ্ঞান, শিল্প ও সাহিত্যে মুসলিম পণ্ডিতদের গুরুত্বপূর্ণ অবদান আধুনিক সভ্যতার পথ প্রশস্ত করেছে।

ড. মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসিতে যোগদান করে।

তিনি করোনভাইরাস মহামারী সত্ত্বেও তাদের শিক্ষাবর্ষ সফলভাবে সমাপ্ত করার জন্য আইইউটি কতৃপক্ষকে অভিনন্দন জানান এবং আইইউটির প্রতি বাংলাদেশর অব্যাহত সহযোগিতা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের ডক্টরেটের সার্টিফিকেট এবং ওয়াইসি ও আইইউটি স্বর্ণপদক তুলে দেন।

আইইউটির ভাইস চ্যান্সেলর (ভিসি), কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, সাধারণ সচিবালয়ের পরিদর্শনকারী প্রতিনিধিদল, কূটনৈতিক ফসলের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ