২২ এপ্রিল ২০২২, ১৪:২০

বেক প্রকল্পের সম্মেলনে পবিপ্রবির ১০ শিক্ষকের অংশগ্রহণ

সম্মেলনে পবিপ্রবি শিক্ষকদের অংশগ্রহন  © টিডিসি ফটো

বেক (BECK) প্রকল্পের চূড়ান্ত সম্মেলনে অংশগ্রহণ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১০ শিক্ষকের একটি গবেষক দল।

সম্মেলনে পবিপ্রবি কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং প্রকল্প পরিচালক প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামান এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন পবিপ্রবি BECK (বেক) টীমের গবেষক মো. আবু বকর সিদ্দিক এবং সহকারী গবেষক মোহা. আশিকুর রহমান, প্রফেসর ড. ফজলুল হক,  প্রফেসর জেহাদ পারভেজ, প্রফেসর ড. আহমেদ পারভেজ, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক পাপড়ি হাজরা, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

লিথুনিয়ার ভিলিনিয়াস জেডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটির নেতৃত্বে উক্ত সেমিনারে বাংলাদেশ, রাশিয়া, ইংল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, ইতালি এবং শ্রীলঙ্কার ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন উক্ত সম্মেলনে যোগদান করেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যের কালো তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়

এই প্রকল্পের আওতায় ‘Land Use and Energy’; ‘Spatial Urban Planning and Climate Change’ এবং ‘Green Energy and Climate Change’ শীর্ষক তিনটি মডিউল প্রকাশিত হয়। যা ইতিমধ্যে পবিপ্রবির ‘পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা’ এবং ‘ভূমি ব্যাবস্থাপনা ও প্রশাসন অনুষদ’ এর কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে।

European Commission এবং Erasmus± এর অর্থায়নে পরিচালিত এ প্রকল্পটি পবিপ্রবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ডেইলি ক্যাম্পাসকে জানান গবেষকরা।

উল্লেখ্য, চলতি মাসের ২০ থেকে ২২ এপ্রিল ২০২২ পর্যন্ত ঢাকার হোটেল ‘রেডিসন ব্লু’ এ BECK (বেক) প্রকল্পের চূড়ান্ত  মিটিং অনুষ্ঠিত হচ্ছে।