১২ এপ্রিল ২০২২, ২০:২৫

পাবিপ্রবির নতুন উপাচার্য ড. হাফিজা

পাবিপ্রবির নতুন উপাচার্য ড. হাফিজা
প্রফেসর ড. হাফিজা খাতুন ও পাবিপ্রবি লোগো  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. হাফিজা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালযয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাে. মাসুম আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমােদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের ভূগােল এবং পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাফিজা খাতুনকে নিম্নোক্ত শর্তে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর পদে নিয়ােগ করা হলো।

আরও পড়ুন: স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ৫ ইউনিটের বেশি ভর্তি পরীক্ষা নয়

নিয়োগের শর্তগুলো হলো-
(ক)ভাইস চ্যান্সেলর হিসেবে এ নিয়ােগের মেয়াদ তাঁর যােগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।
(খ) তিনি তাঁর অবসর গ্রহণের অব্যবহিতপূর্বে যে বেতনভাতা প্রাপ্য ছিলেন, তার সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন।
(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভােগ করবেন।
(ঘ)তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
(ঙ)মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়ােজন মনে করলে যে কোনাে সময় এ নিয়ােগ বাতিল করতে পারবেন।