পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক পারভেজ, সম্পাদক অধ্যাপক মাহবুব
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক এ. বি. এম. মাহাবুব মোর্শেদ খান নির্বাচিত হয়েছেন।
গতকাল রবিবার (২৭ মার্চ ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক চিন্ময় বেপারী।
সভাপতি পদে অধ্যাপক জেহাদ ১০১ ভোট এবং সম্পাদক পদে অধ্যাপক মোর্শেদ পেয়েছেন ৮৯ ভোট। নির্বাচনে ২৫২ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোঃ কাওসার নিয়াজ বিন সুফিয়ান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহিদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ নাজমুল হাসান, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরিফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল হাসান, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোঃ মাহমুদুল হাসান।
আরও পড়ুন: ঢাবির সান্ধ্যকোর্সের ভর্তিতে পাস নম্বর ৪০
এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, ড. খাদিজা খাতুন, মোঃ রুবেল মাহমুদ, ড. মুহম্মদ মাসুদুর রহমান,ড. আতিকুর জয় লাভ করেন।
বিজয়ী সভাপতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থী তথা সবার মধ্যে মেলবন্ধন তৈরি করে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ শিক্ষক সমিতি কার্যকরভাবে কাজ করবে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, আমাকে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চতুর্থ শিল্প বিপ্লবে অংশগ্রহন করার লক্ষ্যে বঙ্গবন্ধু’র আদর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে কাজ করার সর্বাত্মক চেষ্টা থাকবে।