২৫ মার্চ ২০২২, ১৬:০৩

ক্রিকেটে ঢাবিকে হারাল বশেমুরবিপ্রবি

ক্রিকেটে ঢাবিকে হারাল বশেমুরবিপ্রবি  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাবির লোক প্রশাসন বিভাগকে ১৮ রানে হারিয়েছে বশেমুরবিপ্রবি লোক প্রশাসন বিভাগ।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০ টায় বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় মাঠে এই খেলা শুরু হয়। প্রথমে বশেমুরবিপ্রবি লোক প্রশাসন ব্যাট করে ১৪৬ রানের টার্গেট দেয় ঢাবি লোক প্রশাসন বিভাগকে। পরবর্তীতে ব্যাট করতে নেমে ৪ বল হাতে থাকতেই ১২৭ রানে অল আউট হয়ে যায় ঢাবি লোক প্রশাসন বিভাগ।

এসময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সভাপতি সোনিয়া আজাদ সহ বিভাগের ২ সহকারী অধ্যাপক হাশেম রেজা এবং মো. নাসির উদ্দিন প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী ও বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার আয় থেকে সাবেক ভিসি নিয়েছেন প্রায় তিন লাখ টাকা

বশেমুরবিপ্রবির লোকপ্রশাসন বিভাগ দলের অধিনায়ক ও খেলার ম্যান অফ দ্যা ম্যাচ শাহরুখ রায়হান জানান, ‘‘আমরা খেলার মাধ্যমে দুইটি বিশ্বিবদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করি। এখানে জয় লাভ বড় কিছু না আমাদের মাঝে একটা ভালো ভ্রাতৃত্ব তৈরি হয়েছে খেলার ভিতর দিয়ে এটাই অনেক। আমরা ভবিষ্যতে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাথে খেলা আয়োজন করতে চাই।’’

বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের সভাপতি টি এন সোনিয়া আজাদ বলেন, ‘‘পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারিরীক সুস্থতার জন্য শিক্ষার্থীদের নিয়মিত খেলার অনুশীলন করা প্রয়োজন। এছাড়া মাঝেমধ্যে এরকম প্রীতি ম্যাচ আয়োজিত হলে শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল থাকে যা পড়াশোনার পাশাপাশি একান্ত প্রয়োজন। দুইটি দলের শিক্ষার্থীরাই আমাদের সন্তান জয় পরাজয়ের থেকে খেলোয়াড় সহ দর্শক গ্যালারির সবাই বেশ উপভোগ করেছে খেলাটি এটাই ভালো লাগা। আমি সবার মঙ্গল কামনা করি।