ফেলোশিপ-গবেষণার জন্য বুয়েটকে প্রায় ১ কোটি টাকা দেবে জিপিএইচ ইস্পাত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া।
সমঝোতা স্মারকে বুয়েটের পক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার ও জিপিএইচ ইস্পাতের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।
যৌথ গবেষণা সহযোগিতা, ফেলোশিপ, ইন্টার্নশিপ, পারস্পরিক গবেষণাগার ব্যবহারের সুযোগ, পণ্যের মানোন্নয়নে গবেষণা ইত্যাদি সুবিধা প্রদানের মাধ্যমে বুয়েটের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সময়োপযোগী করে গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে বুয়েট ও জিপিএইচ ইস্পাত। পিএইচডি ফেলোশিপ এবং মাস্টার্স ফেলোশিপ এর জন্য মোট ২৭ লাখ টাকা এবং যৌথ রিসার্চ প্রজেক্ট এর জন্য ৬৬ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। এ লক্ষ্যে বুয়েটকে প্রথম ধাপে ৩২ লাখ ১২ হাজার ২৪১ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল, বুয়েটের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, পরিচালক, ছাত্রকল্যাণ পরিদপ্তর, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগ ও পরিদপ্তরের পরিচালকবৃন্দ, উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।