বুয়েটের ২২ স্থপতিকে সম্মাননা দিল বার্জার

বুয়েটের ২২ স্থপতিকে সম্মাননা দিল বার্জার
বুয়েটের ২২ স্থপতিকে সম্মাননা দিল বার্জার  © সংগৃহীত ছবি

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সম্ভাবনাময় তরুণ ২২ জন স্থপতিকে অ্যাওয়ার্ড প্রদান করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ‘বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস অব আর্কিটেকচার বুয়েট’র (বিএএসএবি)’ উদ্যোগে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোট ২২ জন শিক্ষার্থীকে চারটি বিভাগে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট প্রাপ্তরা হলেন- হুমাইরা বিনতে হান্নান, ফাকিহা রিফাত বুশরা, আনিকা তাসনিয়া, নিলয় দাস ও আরিফুজ্জামান তানভীর। এ শিক্ষাবর্ষের মো. তামজিদ হাসান খান বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড পেয়েছেন।

আরও পড়ুন: দুইদিনে জয় চান পুতিন 

এছাড়াও মো. আরাফাত রহমান দেওয়ান বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড এবং সাইদা রুয়াইদা ইসলাম বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেন।

এদিকে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন অমিত কৃষ্ণ সরকার, মো. ইয়াফিজ সিদ্দিকী ও সুদীপ্ত দাস। এছাড়া সুজাউল ইসলাম বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড, নাজিফা নাওয়ার সুবহা বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড এবং হুমায়রা আনান বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড জিতেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শায়ের গফুর, অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ, সহকারী অধ্যাপক ও বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রামের সদস্য সচিব মো. মিজানুর রহমান, বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ, হেড চ্যানেল এনগেজমেন্ট এএমএম ফজলুর রশীদ, প্রোজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান শাব্বির আহমেদ এবং প্রোলিংকসের প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: সর্বোচ্চ বাৎসরিক ফি জবির ছাত্রী হলে

রূপালী চৌধুরী বলেন, ‘এই উদ্যোগের লক্ষ্য নানাবিধ কর্মকাণ্ড ও বাস্তবিক জ্ঞানের মাধ্যমে তরুণ স্থপতিদের আত্মবিশ্বাস বাড়ানো ও তাদের অনুপ্রাণিত করা। আমাদের বিশ্বাস, এই অভিজ্ঞতা সম্ভাবনাময় স্থপতিদের পেশাগত জীবনে সফলতা অর্জনে প্রস্তুত ও সহায়তা করবে।’

উল্লেখ্য, স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সহযোগিতা করার পাশাপাশি পড়াশোনায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যে বার্জার পেইন্টস’র কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুয়েটের স্থাপত্য বিভাগের সাথে অংশীদারিত্বে ২০০৭ সালে এই উদ্যোগটি চালু হয়।


সর্বশেষ সংবাদ