২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৩

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে ব‌শেমুর‌বিপ্রবি‌তে বি‌দেশি শিক্ষার্থী‌দের মানববন্ধন

ব‌শেমুর‌বিপ্রবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ব‌শেমুর‌বিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষকদের অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বি‌দেশি শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছেন।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ‌্যালয়ের জয়বাংলা চত্ব‌রে অর্ধশতা‌ধিক বি‌দেশি শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচি‌তে অংশ নেন।

কর্মসূ‌চি‌তে অংশ নেওয়া নেপালি ও সোমা‌লিয়ার শিক্ষার্থীরা ধর্ষণ ও শিক্ষক শিক্ষার্থী‌দের হামলার বিচারের দাবিতে বি‌ভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ক‌রেন। এসময় শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবি ক‌রেন।

সিএসই বিভাগে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থী বিবেক করন বলেন, যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। আমরা অত্যন্ত দুঃখিত। ধর্ষণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। আমরা ধর্ষকের ফাঁসি চাই। এখানে কোনো নেগোসিয়েশন হবে না।

তিনি আরও বলেন, পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা স্বাধীন নয়। আমরা ধর্ষণমুক্ত সমাজ চাই।

আরেক নেপালী শিক্ষার্থী অস্পিতা কার্তিক বলেন, আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে এই দেশের বিচারব্যবস্থায় আমরা এখনো বিশ্বাস করি। এই ঘটনায় জড়িত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিকে, আজ বি‌কেলে মুখে কালো কাপড় ও হাত বেঁধে প্রতিবাদ জানা‌নো হ‌বে এবং সন্ধ্যায় ধর্ষক‌দের কুশপুতুল দাহ করা হ‌বে ব‌লে জানা‌য় বিদেশি শিক্ষার্থীরা।