করোনা টিকা না নিলে যবিপ্রবিতে বাধ্যতামূলক ছুটি
কোভিড-১৯ এর দুই ডোজ টিকা না নিলে বাধ্যতামুলক ছুটিতে (Forced leave) পাঠাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ মর্মে নোটিশ জারি করেছে যবিপ্রবি প্রশাসন। নোটিশে এই ছুটি অর্জিত ছুটির (Earned leave) সাথে সমন্বয় করার কথা বলা হয়েছে। এছাড়া এসকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদেরকে দুই ডোজ টিকা গ্রহণ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো আহসান হাবীব সাক্ষরিত অফিস আদেশে আরও বলা হয়, '২২ ফেব্রুয়ারি তারিখ মঙ্গলবার থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি সকাল ৯টা থেকে টা পর্যন্ত চলবে। যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কমপক্ষে করোনা ভাইরাসের ০২ (দুই) ডোজ টিকা এখনো গ্রহণ করেননি তাদেরকে বাধ্যতামূলক ছুটিতে (Forced Leave) পাঠানো হবে। যা অর্জিত ছুটি ( Earned Leave) হতে সমন্বয় করা হবে এবং করোনা ভাইরাসের ২ (দুই) ডোজ টিকা গ্রহণ না করা পর্যন্ত তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।'