০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৯

পাবিপ্রবি বন্ধুসভার নতুন সভাপতি টিপু, সম্পাদক খালিদ

পাবিপ্রবিতে বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার কার্যকরী কমিটি-২০২২ এর অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (৩ ফ্রেবুয়ারি) প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ এ কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টিপু কুমার গুপ্তা এবং সাধারণ সম্পাদক খালিদ হোসেন। এছাড়া উপদেষ্টা মন্ডলীসহ সর্ব মোট ৬০ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টারা হলেন- ইইসিই বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান ড. শামীম রেজা, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সমীরন কুমার সাহা, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ মাহমুদ, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক আহম্মেদ, অতিরিক্ত গ্রন্থাগারিক মো. হাফিজুর রহমান মোল্লা, প্রথম আলোর পাবনা জেলা প্রতিনিধি সারোয়ার মোর্শেদ উল্লাস, পাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি নাজমুল ইসলাম।

আরও পড়ুন: পাবিপ্রবি ভিসির ১০১টি দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে মানববন্ধন

কার্যকরী কমিটিতে যারা মনোনীত হলেন- সভাপতি টিপু কুমার গুপ্তা, সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম, সহ-সভাপতি মো. লুফর কবির লিফাত, সাধারণ সম্পাদক খালিদ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিহাব, সহ সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান নিঝু, অর্থ সম্পাদক মো. হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শাবলু, প্রচার সম্পাদক মো. হাবুবুল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ধ্রুব বেপারী, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক অনামিকা রানী দাস, প্রশিক্ষন সম্পাদক আজিজুর রহমান বাধন, দুর্যোগ ও ত্রান সম্পাদক মো. মুমিত হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. শাহীন আলম স্বাধীন, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক আবীর সাহা, মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক আনিকা রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রকিবুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক তামিম লিমু, বইমেলা সম্পাদক রওনক জাহান, কার্যনিবাহী সদস্যগণ তুহিন, হাফিজুর রহমা, তনুশ্রী ঘোষ, আলিফ, মো. রাশিক, প্রিয়া, শামীম রেজাসহ প্রমুখ।

এ সময় উপদেষ্টা মো. ফারুক আহম্মেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বন্ধুসভা’ তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ। আমরাও চাই এই প্লার্টফর্মে তারা নিজেদেরকে তুলে ধরুক সবার মাঝে।

এ সময় উপদেষ্টা ড. শামীম রেজা বলেন, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম ও মানবকল্যাণে, নিজেদের গড়ে তুলতে পারেন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরাও চাই আমাদের ছেলে মেয়েদের প্রতিভা, মেধা বন্ধুসভার মঞ্চে বিকাশিত হোক।

এ সময় দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শাবলু বলেন, বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভা একটি বিশাল প্লাটফর্ম। আমরা একসাথে বিভিন্ন সেবামূলক, সামাজিক, জ্ঞান প্রসারে কাজ করি যা আমাদের ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।