২৬ জানুয়ারি ২০২২, ০৮:৪৭

অনশন ভাঙতে প্রস্তুতি নিচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে জাফর ইকবাল  © সংগৃহীত

এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন ভাঙতে প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে সস্ত্রীক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের এ অনশন ভাঙাবেন বলে জানান তারা।

এ সময় মেডিকেলে থাকা ২০ অনশনকারীসহ এসে ২৮ জন শিক্ষার্থীকে একসঙ্গে ক্যাম্পাসে অনশন ভাঙানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এর আগে ভোর ৪টায় ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

এর আগে ড. মুহম্মদ জাফর ইকবাল সস্ত্রীক গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন বলে তার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ জয়নাল আবেদীন জানান।