শাবিপ্রবির আন্দোলনকারীদের শপথ

আন্দোলনকারীদের শপথ
আন্দোলনকারীদের শপথ  © টিডিসি ফটো

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলন-অনশন চলছে। অনশনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত তাদের কেউ অনশন ভাঙেননি।

সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বা সংশ্লিষ্ট কেউ শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এগিয়ে আসেননি। তাদের দাবি পূরণে আশ্বাসও দেখা যায়নি।

এদিকে, আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য শপথ বাক্য পাঠ করছেন আন্দোলনকারীরা।

এতে বলা হয়েছে, “আমি শপথ করছি যে, স্বৈরাচারী ফরিদ উদ্দীনের পদত্যাগের আগ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের লড়াই অব্যাহত রাখব। অনশনরত ভাই-বোনদের এতদিনের অকুতোভয় সংগ্রামের অনুপ্রেরণা বুকে ধারণ করে আরো দ্বিগুণ শক্তি ও তেজে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”

“তাদের এই দুর্বিষহ যন্ত্রণা আমরা বৃথা যেতে দেব না। দিন হোক, রাত হোক, আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাব না। আমরা আমাদের এক দফা দাবী আদায় করেই তবে ঘড়ে ফিরব।”