২১ জানুয়ারি ২০২২, ১৭:৫২

যবিপ্রবি খোলা থাকবে কিনা সিদ্ধান্ত কাল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বন্ধের বিষয়ে কাল শনিবার (২২ জানুয়ারি) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। আজ শুক্রবার (২১ জানুয়ারি) তিনি এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: সংক্রমণ কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

উপাচার্য বলেন, আমরা অবশ্যই সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগামীকাল ডিনদের সাথে মিটিং করে শিক্ষার্থীদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

তবে কয়েকটি বিভাগে ৪র্থ বর্ষের ডিফেন্স এখনো শেষ হয়নি এবং ২৫ জানুয়ারি পর্যন্ত যবিপ্রবিতে ২০২১-২২ সেশনের ভর্তি প্রক্রিয়া চলমান থাকার কথা ছিল। তাদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা বা বন্ধের বিষয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: স্কুল-কলেজ বন্ধ, বাণিজ্য মেলা চলবে

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের কিছুক্ষণ পরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন কিছু প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল থেকে শুরু করে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।  এছাড়া সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। যারা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের টিকা সনদ থাকতে হবে।

উল্লেখ্য, করোনার প্রকোপ বাড়ায় ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করেছিলো সরকার। প্রথমে স্বল্প সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে দফায় দফায় বাড়ানো হয় ছুটি। পরিস্থিতির উন্নতি হলে দেড় বছর পর ২০২১ সালের অক্টোবরে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হয়।