আবরার হত্যা: খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম মাহমুদ সেতু অভিযোগ থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এটিই প্রথম আপিল বলে হাইকোর্ট অফিসের একটি সূত্র জানিয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সেতু তার আইনজীবী জামিউল হক ফয়সালের মাধ্যমে আপিল করেছেন। আপিলে দাবি করা হয়েছে, তিনি নির্দোষ। তিনি হত্যার ঘটনায় জড়িত ছিলেন না এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
আপিলের উদ্ধৃতি দিয়ে আইনজীবী ফয়সাল বলেন, তার মক্কেল সেতুর নাম আবরার হত্যা মামলার এফআইআরে উল্লেখ করা হয়নি এবং তিনি অভিযুক্ত বুয়েট ছাত্রলীগের গ্রুপটির সদস্য নন। শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে আপিল করবেন তিনি।
২ বছর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার দায়ে গত বছরের ৮ ডিসেম্বর ঢাকার একটি আদালত বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া, এ ঘটনায় বুয়েটের অন্য ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।