১১ জানুয়ারি ২০২২, ২১:১৪

মাভাবিপ্রবির সিআরসির নেতৃত্বে রাকিব-রবিউল

পথশিশুদের সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সিআরসি)   © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পথশিশুদের সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সিআরসি) এর ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে রয়েছেন মাভাবিপ্রবির সিপিএস বিভাগের শিক্ষার্থী আব্দুল রাকিব এবং সাধারন সম্পাদক হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম।

সোমবার (১০ জানুয়ারি) সর্বশেষ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন সিআরসি কেন্দ্রীয় কমিটির মোঃ রাহাত সিকদার এবং সহকারী সমন্বয়কারী হিসেবে রয়েছেন সিআরসি কেন্দ্রীয় কমিটির রিফাদ আহমেদ।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে ভর্তির ফল প্রকাশ

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হেলাল মোর্শেদ( পদার্থ), মিফতাহুল জান্নাত মিম (পদার্থ), যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান (রসায়ন), মোঃ রনি হাসান (টেক্সটাইল)ও মেহেদি হাসান রবিন(টেক্সটাইল), সাংগঠনিক সম্পাদক আফনান আজিজ (ফিজিক্স), সহ-সাংগঠনিক সম্পাদক সুজন দাস পুলক (অর্থনীতি), সাইফ আলী সাদি( টেক্সটাইল), পলাশ কুমার সরকার (সিপিএস), অর্থ বিষয়ক সম্পাদক মুসফিকা খানম (এফটিএনএস), উপ অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (বিএমবি), শেখ মোহাম্মদ হাদিউল ইসলাম(এফটিএনএস), দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ নাঈমুল জান্নাত( অর্থনীতি), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ (টেক্সটাইল) সহ আরও অনেকে।