১০ জানুয়ারি ২০২২, ১৯:১৮

প্রকৌশল গুচ্ছের সর্বশেষ দফায় ভর্তি ১৯ জানুয়ারি

চুয়েট, রুয়েট ও কুয়েট  © লোগো

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ দফায় ভর্তি কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে ‘ক’ গ্রুপে ৪৫০১-৪৮০০ এবং ‘খ’ গ্রুপে ৩৭৬-৫০০ মেধাতালিকার প্রার্থীকে ডাকা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। আজ সোমবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকৌশল গুচ্ছের এসব প্রতিষ্ঠান হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েট, কুয়েট ও রুয়েট এর বিভিন্ন বিভাগে স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২০-২১) এ ভর্তির জন্য গত ১৩ নভেম্বর তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রকাশিত মেধাতালিকা হতে গত ৯ জানুয়ারি তারিখ পর্যন্ত কয়েকটি পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। সর্বশেষ ভর্তির পর আসন খালি থাকায় ক’ গ্রুপে ৪৫০১-৪৮০০ এবং ‘খ’ গ্রুপে ৩৭৬-৫০০ মেধাতালিকার প্রার্থীকে আগামী ১৯ জানুয়ারি তারিখে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হলো।