গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় যবিপ্রবি
গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন সায়েন্টিফিক বাংলাদেশের জরিপে গবেষণায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এছাড়া সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০তম অবস্থানে রয়েছে দেশের দক্ষিনাঞ্চলের এই বিশ্ববিদ্যালয়টি।
শনিবার (০৮ জানুয়ারি) সায়েন্টিফিক বাংলাদেশের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন: গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তিতে চতুর্থ নোবিপ্রবি
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ৩০৬টি গবেষণাপত্র প্রকাশ করে যবিপ্রবি। প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক স্কোপাস জার্নালের বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: গবেষণায় দেশসেরা ঢাবি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রাবি-বুয়েট
সায়েন্টিফিক বাংলাদেশ স্কোপাস জার্নালের ২০২১ সালে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা নিবন্ধের ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করে।
এই তালিকায় মোট ১১ হাজার ৪৭৭টি বৈজ্ঞানিক ডকুমেন্টস প্রকাশ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো যা ২০২০ সালের চেয়ে বেড়েছে প্রায় ৩০০০। এর মধ্যে ২০২১ সালে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ৩০৬ টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যা ২০২০ সালে ছিল ২১৪টি।