মাস্ক পরিধান না করে ক্যাম্পাসে আসলে ব্যবস্থা নেবে যবিপ্রবি প্রশাসন
দেশে করোনা সংক্রমণ ফের বাড়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ক্যাম্পাসে প্রবেশ না করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যবিপ্রবি প্রশাসন। গতকাল রবিবার (৮ জানুয়ারি) তারিখে যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের যারা এখনও পর্যন্ত করোনা ভাইরাসের টিকা ২ ডোজ গ্রহণ করেননি তাদের অনতিবিলম্বে ২ ডোজ করোনাভাইরাসের টিকাগ্রহণ সম্পন্ন করার এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য আদিষ্ট হয়ে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”