০২ জানুয়ারি ২০২২, ১৬:১৫

হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত হলো বিআরটিসি বাস

বাস উদ্বোধন  © টিডিসি ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়েত ভোগান্তি কমাতে দীর্ঘ অপেক্ষার পর রোববার (২ জানুয়ারি) যুক্ত হলো বিআরটিসির দুটি দ্বিতল বাস। হাবিপ্রবির কেন্দ্রীয় বাস টার্মিনালে দুপুর ১টায় বাস দুইটির উদ্বোধন করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষকবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা নতুন বাসে চড়ে ভ্রমণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাবিপ্রবির উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা ইতোমধ্যে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের এই মাহেন্দ্রক্ষণ আজ উদযাপন করছে বাংলাদেশ সরকার। এই উদযাপনের অংশীদার হিসেবে হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য উপহারসরূপ ইংরেজি নববর্ষের প্রথম কর্মদিবসে বাস দুটি যাত্রা শুরু করলো। এই দুটি বাস যুক্ত হওয়ার শিক্ষার্থীদের পরিবহণ সমস্যা অনেকটা লাঘব হবে বলে আশা করি। তিনি বলেন, জাতির পিতার যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, এরই সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে আমাদের প্রিয় হাবিপ্রবি। এক্ষেত্রে আমি হাবিপ্রবি পরিবারের সকলের সহযোগিতা কামনা করি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, বিআরটিসি কতৃপক্ষের ব্যক্তিবর্গ সহ সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চলনা করেন হাবিপ্রবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন।

এদিকে পরিবহন শাখার পরিচালক জানান, "মূলত সদ্য সাবেক পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ মফিজউল ইসলাম এই উদ্যোগটি নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে পরে বিষয়টি আর আলোর মুখ দেখেনি। প্রতিদিন বাস দুইটি ১০টি করে ট্রিপ দিবে ( ৫টি করে প্রত্যেকটি )। হাবিপ্রবির বাসের সাথে বিআরটিসির বাসের সমন্বয় করে বাসের ট্রিপ নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে। আশা করি এতে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে। আপাতত ১০ মাইল রুটে বাস সার্ভিস দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান পরিবহন শাখার পরিচালক।

অন্যদিকে, বিআরটিসি বাস হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা মাঝে আনন্দের জোয়ার বইছে। তবে শিক্ষার্থীদের একাংশের দাবি ১০ মাইল রুটে বাস সার্ভিস চালু করা। এছাড়া ক্যাম্পাস ও বড় মাঠ থেকে প্রতি ৩০ মিনিট পর পর ( সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ) বাস সার্ভিস চান সাধারণ শিক্ষার্থীরা।

পক্ষান্তরে, বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, বাসগুলো যেহেতু সরকারি তাই শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের বাস মনে করে চলাচল করা উচিত। এই বাস দুইটিতে রয়েছে নিজস্ব জিপিআরএস ট্রাকিং সিস্টেম (শিক্ষার্থীদের জন্য নয়)। এছাড়া থাকছে সিসি টিভি ক্যামেরা সুবিধা। প্রত্যেকটি বাসে ৭৫ জন করে শিক্ষার্থী বসে ভ্রমণ করতে পারবে। তবে হেল্পার সুবিধা থাকছে না বাস দুটিতে। শিক্ষার্থীরা বাস থেকে নামতে চাইলে বাটন প্রেস করতে হবে। এতে করে সিগন্যাল চলে যাবে চালকের কাছে।

উল্লেখ্য, হাবিপ্রবির সদ্য সাবেক পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ মফিজউল ইসলাম শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন করার লক্ষ্যে বিআরটিসির বাসের ট্রিপ হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত করার জন্য ২০২০ সালে উদ্যোগ নেন। বর্তমানে শিক্ষার্থীদের জন্য প্রায় ১৫ টি বাস নির্ধারিত সময় ব্যবধানে চলাচল করছে।