বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী সম্পাদক রফিকুল
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাটেবিসাস) ২০২১-২২ শিক্ষাবর্ষের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান এবং সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম। নির্বাচিত দুই জনই বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম ব্যাচের ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী
বুধবার (১৫ ডিসেম্বর) সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটে বুটেক্স সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত আধঘন্টা সেমিনার রুমে এ ভোটগ্রহন চলে।
আরও পড়ুন:বুটেক্স ভর্তি পরীক্ষার ফলে গরমিলের অভিযোগ
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন মো. মেহেদী হাসান। সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দ্বিতা করেন ৪৩ তম ব্যাচের মো. রফিকুল ইসলাম ও দিবাকর সজীব।
পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বাটেবিসাসের প্রধান উপদেষ্টা ও আইপিই বিভাগের বিভাগীয় প্রধান সেলিমা সুলতানা শিমু। এছাড়া, সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন বুটেক্স সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এবং লতিফুর রহমান লিটন।
আরও পড়ুন:চাকরির বাজারের সব সেক্টরে বুটেক্স গ্র্যাজুয়েটদের পদচারণা রয়েছে’
নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য মো. আবুল কাশেম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহ আলীমুজ্জামান বিলাল, বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিংকন।
এসময় উপাচার্য মো. আবুল কাশেম নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বুটেক্স সাংবাদিক সমিতির প্রশংসা করেন ও নানান দিকনির্দেশনামূলক পরামর্শ দেন ।