০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৫৯

যবিপ্রবিতে ভর্তি হতে লাগবে ১৭ হাজার ৬৫০ টাকা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে ১৭ হাজার ৬৫০ গুনতে হবে। ভর্তির সময় জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপিও নিয়ে যেতে হবে।

গতকাল সোমবার যবিপ্রবির ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফি পরিশোধ পূর্বক নিজ নিজ বিভাগে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, ভর্তির সময় শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। এছাড়া শিক্ষার্থীদের পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে। বাবার অবর্তমানে মার জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে।