যবিপ্রবির নতুন প্রক্টর আল ইমরান

অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আল ইমরান
অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আল ইমরান  © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আল ইমরান।

সোমবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, যবিপ্রবির প্রক্টর ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তারের প্রক্টরের দায়িত্বের মেয়াদ রবিবার (২৮ নভেম্বর) অবসান করে বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ আল ইমরানকে সোমবার (২৯ নভেম্বর) হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত  প্রক্টরের দায়িত্ব প্রদান করা হল। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। তাঁকে যোগদান করার জন্য অনুরোধ  করা হল। 

 

 

 


সর্বশেষ সংবাদ