২৪ নভেম্বর ২০২১, ১৭:৩৯

শনিবার থেকে শাবিপ্রবিতে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনার প্রতিষেধক ফাইজারের প্রথম ডোজের টিকা প্রদানের পর আগামী শনিবার থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। বুধবার (২৪ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আগামী শনিবার থেকে আমরা দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু করব। যেসকল শিক্ষার্থীরা এনআইডি দিয়ে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন করে আমাদের এখান থেকে প্রথম ডোজ টিকা নিয়েছে শনিবার সকাল সাড়ে নয়টা তাদেরকে থেকে আগে আসার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। আর যারা এনআইডি বা জন্মসনদ দিয়ে টিকা নিয়েছে তাদেরকে এর পরদিন একই সময়ে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজের টিকা নিতে শিক্ষার্থীদেরকে প্রথম ডোজের টিকা কার্ডের দুই কপি ফটোকপি নিয়ে আসতে হবে জানিয়েছেন তিনি।

তবে সম্প্রতি প্রথম ডোজের টিকা নেওয়া শিক্ষার্থীদেরকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা তাদেরকেও দ্বিতীয় ডোজের আওতায় নিয়ে আসব।