বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের এক্সিম ব্যাংকের বৃত্তি প্রদান
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:৫৪ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২১, ০১:১৯ PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের এক্সিম ব্যাংক বৃত্তি প্রদান করেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অফিস কক্ষে এক্সিম ব্যাংক, টুঙ্গিপাড়া শাখা এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।
এ সময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন প্রফসর ড. মো. মোজাহার আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. সালেহ আহমদ, আইন অনুষদর ডিন ড. রাজিউর রহমান, এক্সিম ব্যাংক, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. নাজমুল আল মামুন প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় এক্সিম ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যত বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধির অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।