ঢাবির কবি সুফিয়া কামাল হলের অতিরিক্ত ফি মওকুফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র নবায়নে অতিরিক্ত ফি মওকুফ করা হয়েছে। ২০২০-২১ সেশনে শিক্ষার্থীদের পরিচয়পত্রের জন্য এখন শুধু ৫০ টাকা নেওয়া হবে। তাছাড়া সংস্থাপন ফি বাবদ যে ২ হাজার ৪০০ টাকা ধার্য করেছিল হল কর্তৃপক্ষ, তা পুরোটাই মওকুফ করা হয়েছে।
আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হল কর্তৃপক্ষ। এর আগে গতকাল শনিবার ওই হলের অতিরিক্ত ফি আদায় নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে রোকেয়া-শামসুন্নাহারের ফি ১০ টাকা, সুফিয়া কামালে ২৪৫০ কেন? শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পরদিনই অতিরিক্ত ফি মওকুফ করার কথা জানায় হল কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ জানায়, “হলের সকল আবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের সংস্থাপন ফি মওকুফ করা হয়েছে। যারা দিয়ে দিয়েছে তা সমন্বয় করা হবে।”
এদিকে, বিষয়টি নিশ্চিত করে হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বানুও বলেছেন, আবাসিক শিক্ষার্থীদের ২০২০-২১ সেশনের সংস্থাপন ফি মওকুফ করা হয়েছে।