ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাবিপ্রবি শিক্ষার্থী
ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়মা আলম।
রবিবার ( ২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় আখালিয়া আবাসিক এলাকায় মোটর সাইকেল আরোহী ছিনতাইকারী দ্বারা আক্রান্ত হন তিনি। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, আজ রবিবার ট্রেনে করে ঢাকা থেকে সিলেটে আসেন সায়মা। সিএনজি করে ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। আখালিয়া আবাসিক এলাকায় পৌঁছানোর পর মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে। এসময় ছুরি দেখিয়ে সবকিছু দিয়ে দিতে বললে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। পরে তার বাম পায়ে ছুরি মেরে মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় পালিয়ে যায় ছিনতািইকারীরা।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলমগীর কবীর বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। সায়মা এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পায়ে ছোট একটি অপারেশন করা হয়েছে। তবে সে এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে কথা বলেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্থ করেছেন।