ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাবিপ্রবি
২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আগামী ২১ নভেম্বর সকাল ১০টায় থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত admission.sust.edu ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে কেবল গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে।
মঙ্গলবার দুপুরে (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি ও স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ স্বাক্ষরিত এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী সম্প্রতি দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা শাবিপ্রবি’র ‘এ’ ও ‘বি’ ইউনিটে পৃথকভাবে এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটে অংশগ্রহণকারীরা ‘বি’ ইউনিটে আবেদন করতে পারবে। যেসকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে যারা গণিত ও জীববিজ্ঞানে অংশগ্রহণ করেছে তারা ‘এ’ ও ‘বি’ ইউনিটের প্রতিটি বিভাগে, যারা গণিত ও আইসিটিতে অংশগ্রহণ করেছে তারা ‘এ’ ইউনিটের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ছাড়া সকল বিভাগে এবং ‘বি’ ইউনিটে সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
তবে ঐচ্ছিক বিষয় হিসেবে জীববিজ্ঞান ও আইসিটিতে অংশগ্রহণ করা পরীক্ষার্থীরা ‘এ’ ইউনিটের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে এবং ‘বি’ ইউনিটে অর্থনীতি বিভাগ ছাড়া প্রতিটি বিভাগে ভর্তির আবেদন করতে পারবে। আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের আগামী ১১ ডিসেম্বর নতুন করে ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের ওপর ১ ঘন্টা সময়ে ৩০ নম্বরের একটি ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের একটি পরীক্ষায় অংশ নিতে হবে।
এদিকে ইউনিট প্রতি ভর্তির আবেদন ফি ৬৫০ টাকা ধার্য করা হয়েছে। তবে ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য আরো ৩৫০ টাকা বেশি ফি প্রদান করতে হবে।