শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের তথ্য দেয়ার নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:৪৮ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ১২:৪৮ PM
শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আগামী ১৮ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের এসব তথ্য দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, শাবিপ্রবি মেডিকেল সেন্টার থেকে যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের এনআইডি ছাড়া টিকার দ্বিতীয় ডোজ দেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই টিকা গ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের আগে এনআইডি নিবন্ধন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, যেসব শিক্ষার্থী এনআইডি ছাড়া টিকার প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক এনআইডির তথ্য দিতে হবে। এজন্য যারা এখনও এনআইডির নিবন্ধন করেননি, আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে নিবন্ধন করে প্রক্টর বরাবর প্রয়োজনীয় তথ্য জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে এনআইডি বুথ বসবে জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে এনআইডির নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে যথাসময়ে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
ড. কবির হোসেন জানান, যেসব শিক্ষার্থী এনআইডি দিয়ে মেডিকেল সেন্টার থেকে ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছে তারা চাইলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল বা নির্ধারিত কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবে।