১৫ নভেম্বর ২০২১, ১৭:৫৯

প্রধানমন্ত্রীকে বিডিইউ ভিসির অভিনন্দন

প্রধানমন্ত্রী ও বিডিইউ ভিসি  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

আজ সোমবার (১৫ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তাঁর সুযোগ্য নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বাংলাদেশ এখন বিশ্বের বিশ্বের বিশ্বয়।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য খাদ্যের নিশ্চয়তা ও ভোটাধিকারের নিশ্চিত করছেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হওয়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, প্রগতিশীল সমাজ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিগত ১২ বছরের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী এ পুরস্কারে ভূষিত হয়েছেন। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ এ পুরস্কারে ভূষিত করায় উইটসার মহাসচিবকেও ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে গত শনিবার (১৩ নভেম্বর) এ পুরস্কার দেয় বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘উইটসা ২০২১’। ওইদিন উইটসা মহাসচিব ড. জেমস এইচ পয়জান্ট এর কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।