০৯ নভেম্বর ২০২১, ০৮:২৪

রাবিপ্রবির সিএসই বিভাগ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সি এস ই বিভাগ প্রতিষ্ঠাবার্ষিকী আজ  © টিডিসি ফটো

আজ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৫ সালের ৯ই নভেম্বর মাত্র ৩৩ জন শিক্ষার্থী ও  ৪ জন শিক্ষক নিয়ে এই বিভাগের পথচলা শুরু হয়। সময়ের সাথে সাথে সি এস ই বিভাগ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পাল্লা দিয়ে চলছে তার আপন গতিতে।

ঐতিহাসিক সেই ৯ নভেম্বর কে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর সিএসই বিভাগ দিবসটি পালন করে থাকে। করোনা পরিস্থিতিতে বিগত বছর দিবসটি পালন না হলেও এই বছর ক্ষুদ্রপরিসরে দিবসটি পালন করতে যাচ্ছে সি এস ই বিভাগ।

দীর্ঘ ছয় বছরের পরিসংখ্যানে বেশিরভাগ সময় স্থায়ী ক্যাম্পাস আর ল্যাব সংকটে ভুগতে থাকা ডিপার্টমেন্ট এখন অনেকটাই সমস্যা থেকে বের হয়ে এসেছে।  চলতি বছর বঙ্গবন্ধু ডিভিশনাল প্রোগ্রামিং কন্টেস্টের মত বড় আসরের আয়োজক হয়ে রাবিপ্রবির সিএসই বিভাগ এখন ফ্রন্টলাইনে।

গুণীশিক্ষক ও পরিশ্রমী শিক্ষার্থীবৃন্দের মাধ্যমে এই ডিপার্টমেন্ট ভবিষ্যতে আরো অনেক দূর  এগিয়ে যাক, তাদের জ্ঞানের আলোয় আলোকিত হোক বন্ধুর লাল পাহাড়।