৫৯৫ দিন বন্ধের পর আজ শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

শাবিপ্রবিতে ক্লাস শুরু
শাবিপ্রবিতে ক্লাস শুরু  © ফাইল ছবি

অবশেষে সশরীরে ক্লাস শুরু হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবি)। করোনা মহামারীতে ৫৯৫ দিন বন্ধের পর আজ ( ২ নভেম্বর) সশরীরে পাঠদান শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, ইংরেজি ও ব্যবসায় প্রশাসন বিভাগ। পূর্ববর্তী সেমিস্টারের ল্যাব ও ভাইভা বাকি থাকায় এসব সম্পন্ন করার পর অন্যান্য বিভাগগুলোতেও নতুন সেমিস্টারের ক্লাস কার্যক্রম শুরু হবে।

ক্লাসে প্রত্যাবর্তনের উদ্বোধনী দিনে প্রায় শতভাগ শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিতি লক্ষ করা যায়। প্রায় দুই বছর সহপাঠী বন্ধু বান্ধবীদের পেয়ে উচ্ছ্বাস করতে দেখা যায়। বিভাগগুলোর পক্ষ থেকে হ্যান্ড সেনিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর আজ সশরীরে ক্লাস শুরু হয়।


সর্বশেষ সংবাদ