খুলেছে ডুয়েটের হল, টিকা নিয়েই হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর আবাসিক হল।
রবিবার (৩১ অক্টোবর, ২০২১ খ্রি.) ডুয়েটের আবাসিক খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান রবিবার সন্ধ্যায় হলের আবাসিক শিক্ষার্থীদের বরণ করে নেন।
এ সময় তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পর শিক্ষার্থীদের আবাসিক হল খুলে দেওয়া
হচ্ছে।’
তিনি করোনা ভাইরাস মোকাবেলায় কার্যকর ও যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবরু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫ তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলার বিষয়টি সুপারিশ করা হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা অন্ততপক্ষে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ গ্রহণের প্রমাণপত্র প্রদর্শনপূর্বক আবাসিক হলে অবস্থান এবং সশরীরে ক্লাস করতে পারবে।
এছাড়া হলে ওঠার পূর্বেই শিক্ষার্থীদের টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিশ্চিত করা হয়েছে।