বাসের ধাক্কায় বশেমুরবিপ্রবির শিক্ষক নিহত: অভিযুক্ত ড্রাইভারের আত্মসমর্পণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাস ড্রাইভার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ হাইকোর্টে অভিযুক্ত ড্রাইভার রুহুল আমিন শেখ আত্মসমর্পণ করেন।

মসিউর রহমানের পরিবার সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত কাজী মসিউর রহমান নিহত হওয়ার ঘটনায় দোষী ড্রাইভার আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় রিমান্ডে নেয়া হবে।

কাজী মসিউর রহমানের পিতা কাজী মুজিবুর রহমান বলেন,"অভিযুক্ত ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোন মায়ের বুক খালি না হয়।"

ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান বলেন, "দেশে চলমান সড়ক আইন একজন ঘাতক ড্রাইভারকে বিচারের জন্যে যতেষ্ট নয়। কাজী মসিউর রহমানের পরিবার, সহকর্মী, শিক্ষার্থী সবাই চাই এই ঘাতক ড্রাইভারের বিচার হোক।"

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় ইমাদ পরিবহনের একটি বাসের সাথে ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কাজী মসিউর রহমানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ